
মঙ্গলবার ০৬ মে ২০২৫
ক্যারোলের সুরে যিশুর জন্মদিন পালনে ব্যস্ত গোটা বিশ্ব। একইভাবে বড়দিনকে বরণ কলকাতার। সেন্ট পল"স চার্চে বড়দিনে উপচে পড়া ভিড়। বড়দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চার্চে ভিড় জমিয়েছিলেন সকলে। সুখ-সমৃদ্ধির কামনায় জ্বলছে হাজার-হাজার মোমবাতি।